শিরোনাম
০৫ এপ্রিল, ২০২৩ খ্রিঃ তারিখ ডিএনসি চাঁদপুর কর্তৃক ফরিদগঞ্জ থানাধীন ঘনিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১১০(একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিস্তারিত
সহকারী পরিচালক জনাব মোঃ এমদাদুল ইসলাম মিঠুন মহোদয়ের সার্বিক তত্বাবধানে ০৫এপ্রিল, ২০২৩ খ্রিঃ তারিখ বুধবার ২১.৩০-২২:০০ ঘটিকা পর্যন্ত পরিদর্শক জনাব বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানাধীন ঘনিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ রহমত উল্যাহ (2)
শ্বেতী সোহেল (৩০), পিতা-মৃত হাবিব উল্যাহ পাঠান, মাতা-জাহানারা বেগম, স্থায়ী সাং-ঘনিয়া, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরকে ১১০(একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এই বিষয়ে পরিদর্শক জনাব বাপন সেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।