শিরোনাম
০৩/০৭/২০২৫ তারিখে ডিএনসি চাঁদপুরের অভিযানে ৯১৫ পিস ইয়াবা ও মাদকবিক্রিত ২৮,৫২০ নগদ টাকাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বিস্তারিত
০৩/০৭/২০২৫ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান মহোদয় এর সার্বিক দিকনির্দেশনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক জনাব মোঃ তাজুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনী চাঁদপুর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জিয়াউর রহমান মহোদয় সহ ২০ জন সেনাসদস্য সমন্বয়ে গঠিত রেইডিং টিম চাঁদপুর জেলাধীন চাঁদপুর সদর থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীর নাম ও ঠিকানা :- মো: জসিম মাঝি ঘষা জসিম (৩৭) গ্রেপ্তার, পিতা- মৃত আবদুর রহমান, সাং-পশ্চিম বিষ্ণুদী, মাঝি বাড়ি, ওয়ার্ড নং-০৯, চাঁদপুর পৌরসভা, থানা-চাঁদপুর সদর মডেল, জেলা- চাঁদপুর।
জব্দকৃত আলামতঃ ০১) একটি পলিথিনে মিথাইল অ্যামফিটামিনযুক্ত মাদকদ্রব্য ইয়াবা ৯১৫ (নয়শত পনেরো) পিস প্রতি পিস ১০০ এম.জি করে ওজন (৯১৫×১০০)= ৯১,৫০০ এম জি বা ৯১.৫০ (একানব্বই দশমিক পাঁচ) গ্রাম।
২। একই পলিথিনে মাদক বিক্রির বাংলাদেশি বিভিন্ন মুদ্রামানের অর্থ- ২৮,৫২০ (আটাশ হাজার পাঁচশত বিশ) টাকা
অতঃপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) এর টেবিলের ক্রমিক নং ১০ (ক)/২৬(১) ধারায় পরিদর্শক জনাব মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর থানায় ০১ (একটি) নিয়মিত মামলা দায়ের করেন।