শিরোনাম
০২ মে, ২০২৩ খ্রিঃ তারিখ ডিএনসি চাঁদপুর কর্তৃক কচুয়া থানাধীন খাজুরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯০০ (নয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বিস্তারিত
সহকারী পরিচালক জনাব মোঃ এমদাদুল ইসলাম মিঠুন মহোদয়ের সার্বিক তত্বাবধানে ০২ মে, ২০২৩ খ্রিঃ তারিখ মঙ্গলবার ১৮:০০-১৮:৩০ ঘটিকা পর্যন্ত পরিদর্শক জনাব বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন খাজুরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সামছুল আলম (৩৮),
পিতা-মৃত সরমুলক, মাতা-মৃত এলম বাহার, সাং-কুতুপালং, ক্যাম্প নং-০৭, ব্লক-এ-১, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে ৯০০ (নয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এই বিষয়ে পরিদর্শক জনাব বাপন সেন বাদী হয়ে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।