০১/০৭/২০২৫ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান মহোদয় এর সার্বিক দিকনির্দেশনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক জনাব মোঃ তাজুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনী হাজীগঞ্জ ক্যাম্প সিনিয়র ক্যাপ্টেন ফারহান শরীফ মহোদয় সহ ২০ জন সেনাসদস্য সমন্বয়ে গঠিত রেইডিং টিম চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীর নাম ও ঠিকানাঃ- মোঃ নুরুল আমিন (৫১), পিতা- হাজী আবদুর রশিদ, সাং-তারালিয়া পশ্চিম পাড়া, ওয়ার্ড নং-০৩, থানা-হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর। জব্দকৃত আলামতঃ ০১। একটি প্লাস্টিকের কোটায় মিথাইল অ্যামফিটামিনযুক্ত মাদকদ্রব্য ইয়াবা ৮৪ (চুরাশি) পিস, প্রতি পিস ১০০ এম.জি করে ৮৪×১০০০ ৮,৪০০ এমজি বা ৮.৪ গ্রাম।
অতঃপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর টেবিলের ক্রমিক নং ১০ (ক) ধারায় পরিদর্শক জনাব মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে থানায় ০১ (একটি) নিয়মিত মামলা দায়ের করেন।