শিরোনাম
ডিএনসি চাঁদপুর কর্তৃক ২6/০৫/২০২৫ তারিখ চাঁদপুর সদর মডেল থানাধীন বিভিন্ন এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা গাঁজা জব্দ ও আসামি পলাতক।
বিস্তারিত
২৬/০৫/২০২৫ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান মহোদয় এর সার্বিক দিকনির্দেশনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক জনাব তাজুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনী চাঁদপুর সদর সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জনাব মোঃ মনিরুল ইসলাম মহোদয় সহ ২০ জন সেনা সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম চাঁদপুর সদর মডেল থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী নাম: মোঃ সোহেল বেপারী (৪০) পলাতক। পিতা-আবদুস সাত্তার বেপারী, সাং: যমুনা রোড,থানা: চাঁদপুর সদর, জেলা: চাঁদপুরের বসত ঘর থেকে ৭০(সত্তর)গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অতঃপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) এর টেবিলের ক্রমিক নং ১৯(ক) ধারায় পরিদর্শক জনাব তাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ১ টি নিয়মিত মামলা দায়ের করেন।