আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মাদক ব্যবসীদের বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসাবে
২৫/০৩/২০২৫ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর পরিদর্শক জনাব আহসান হাবিব এর সমন্বয়ে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি কালু খাঁন(৫৫) পলাতক, পিতা: মৃত পগাইরা খাঁ,সাং: বাহের খলিশাডুলি,চাঁদপুর সদর,চাঁদপুর এবং আসামি
মোসাঃ জোসনা বেগম (৪৫),স্বামী: কালু খাঁন,
পিতা: মৃত মনসুর আলী পাটোয়ারী, সাং:বাহের খলিশাডুলী, চাঁদপুর সদর,চাঁদপুরকে ২০০(দুইশত) গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।
অতঃপর চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় পরিদর্শক জনাব মোঃ আহসান হাবিব বাদী হয়ে ১টি নিয়মিত মামলা দায়ের করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস