২৫/০২/২০২৫ তারিখ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সুলতান রাজিয়া এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর উপপরিচালক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ও চাঁদপুর পুলিশ ফোর্সসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁদপুরের পরিদর্শক জনাব তাজুল ইসলাম এর সমন্বয়ে গঠিত রেইডিং টিমসহ টাস্কফোর্স ফরিদগঞ্জ থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করে ০১ জন আসামীকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। বর্ণিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় আসামীকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে মোবাইল কোর্ট এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১ (এক মাস) কারাদণ্ড প্রদান করেন।
দিনের আরেক সফল অভিযানে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন মাদকব্যবসায়ী মোঃ সাইফুল মুন্সি (২৪), পিতা: মোঃ শাহজান মুন্সি, সাং: উত্তর কাঁচারিয়া, উপজেলা: ফরিদগঞ্জ, জেলা: চাঁদপুরকে ০৭(সাত) পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।অতঃপর ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস