শিরোনাম
ডিএনসি চাঁদপুর কর্তৃক ২২/০৬/২০২৫ তারিখ চাদঁপুর সদর মডেল থানাধীন বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে গাঁজা ০১ জন গ্রেফতার।
বিস্তারিত
অদ্য ২২/০৬/২০২৫ তারিখ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আনিসুর রহমান মহোদয় এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সহকারী পরিচালক জনাব মু: মিজানুর রহমান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর পরিদর্শক জনাব তাজুল ইসলাম এর সমন্বয়ে গঠিত রেইডিং টিম চাঁদপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ শামীম হাওলাদার (৩০) পিতা মৃত হারুন হাওলাদার , সাং-বিটি রোড, ষোলঘর, চাঁদপুর সদর, চাঁদপুরকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পরিদর্শক জনাব তাজুল ইসলাম, প্রসিকিউশন রিপোর্ট দাখিল করলে বর্নিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ১০ (দশ) দিনের কারাদণ্ড ও ২০০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।