শিরোনাম
ডিএনসি চাঁদপুর কর্তৃক ১৭/০৪/২০২৫ তারিখ চাঁদপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বিস্তারিত
১৭/০৪/২০২৫ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক জনাব মোঃ আহসান হাবিব এর নেতৃত্বে গঠিত রেইডিং টিম ও বাংলাদেশ সেনাবাহিনীসহ চাঁদপুর সদর থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী আল-আমিন বেপারি শক্কুর (৪৯), পিতা: মৃত হাকিম বেপারি, সাঃ বহরিয়া লক্ষ্মীপুর , থানা: চাঁদপুর সদর ,জেলা: চাঁদপুরকে ৫০০(পাচঁশত) গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।
একই দিনে অপর আরেক সফল মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক জনাব মোঃ তাজুল ইসলাম এর নেতৃত্বে গঠিত রেইডিং টিম চাঁদপুর সদর উপজেলার মাদক ব্যবসায়ী মোঃ হারুন খান (৩৮), পিতা- আবদুর রহিম খাঁন, সাং- বিষ্ণুদী উত্তর, থানা: চাঁদপুর সদর, চাঁদপুরকে ১৮৫(একশত পঁচাশি) গ্রাম গাঁজা গ্রেফতার করা হয়।
অতঃপর চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় যথাক্রমে পরিদর্শক জনাব মোঃ আহসান হাবিব ও পরিদর্শক জনাব মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে পৃথক পৃথক ২(দুই)টি নিয়মিত মামলা দায়ের করেন।