১৭/০৩/২০২৫ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিচালক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহোদয়ের সার্বিক তত্বাবধানে এবং পরিদর্শক জনাব মো: আহসান হাবীব এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন (৩৩), পিতা- মোঃ ওসমান গাজী, মাতা:মোছাঃ আমেনা বেগম, সাং- হামাকর্দি (সিরাজ খাঁ এর ভাড়াটিয়া), থানা: চাঁদপুর সদর, চাঁদপুরকে ১৫ (পনের) পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অপর আরেক সফল মাদকবিরোধী অভিযানে চাঁদপুর সদর উপজেলার মাদক ব্যবসায়ী মোঃ মোবারক মৃধা (৪৫), পিতা- জাকির মৃধা, মাতা: তফুরি বেগম, সাং- হাপানিয়া (মৃধা বাড়ী) থানা: চাঁদপুর সদর, চাঁদপুরকে ২০০(দুইশত) গ্রাম গাঁজা ও ০৫(পাঁচ) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অতঃপর চাঁদপুর সদর মডেল থানায় যথাক্রমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ও ১৯(ক) ধারায় উপ-পরিদর্শক জনাব মোঃ তরিকুল ইসলাম যথাক্রমে গাঁজা ও ইয়াবা সংক্রান্ত ধারায় পৃথক পৃথক ২(দুই)টি নিয়মিত মামলা দায়ের করেন।
একই তারিখ অপর এক অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসাদুজ্জাম সরকার এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিচালক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর পরিদর্শক জনাব তাজুল ইসলাম এর সমন্বয়ে গঠিত রেইডিং টিম চাঁদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা করে আসামী মোঃসুমন হাওলাদার (২৩), পিতা: শাহাবুদ্দিন হাওলাদার, সাং:চেয়ারম্যান ঘাট জিটি, জি.টি.রোড, চাঁদপুর সদর, চাঁদপুরকে ২০(বিশ) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। বর্ণিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় আসামীকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে মোবাইল কোর্ট এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস