শিরোনাম
ডিএনসি চাঁদপুর কর্তৃক ১৬/১২/২০২৪ তারিখ চাঁদপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বিস্তারিত
১৬/১২/২০২৪ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিচালক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহোদয়ের সার্বিক তত্বাবধানে এবং পরিদর্শক মোঃ আহসান হাবীবের নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মনা শেখ (৬৭), পিতা- মৃত আব্দুল লতিফ শেখ, সাং- দক্ষিণ গোবিন্দিয়া, ১৩ নং হানারচর ইউনিয়ন, চাঁদপুর সদর, চাঁদপুরকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
অতঃপর চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় উপ-পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম ১টি নিয়মিত মামলা দায়ের করেন।