শিরোনাম
ডিএনসি চাঁদপুর কর্তৃক ১৬/০৪/২০২৫ তারিখ চাঁদপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বিস্তারিত
১৬/০৪/২০২৫ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর পরিদর্শক জনাব আহসান হাবিব এর সমন্বয়ে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর মডেল ও মতলব দক্ষিন থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি মোঃ ছাদ্দাম হোসেন (৩৩) পলাতক, পিতা:মোঃ মোহাম্মদ সিরাজুল ভূইয়া, মাতা: খুরশিদা বেগম, সাং: দক্ষিন রালদিয়া, চাঁদপুর সদর, চাঁদপুরের বসত ঘর থেকে ১(এক) কেজি৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং আসামী নাছিম বেপারী(৩৯), পিতা: বাবুল বেপারি, মাতা: মমতাজ বেগম, সাং: নওগাঁও , মতলব দক্ষিন, জেলা: চাঁদপুরকে ৩০০(তিনশত) গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।
অতঃপর চাঁদপুর সদর মডেল থানা ও মতলব দক্ষিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় যথাক্রমে পরিদর্শক জনাব মোঃ আহসান হাবিব ও উপ-পরিদর্শক জনাব মোঃ তরিকুল ইসলাম বাদী হয়ে মোট ২টি নিয়মিত মামলা দায়ের করেন।