শিরোনাম
ডিএনসি চাঁদপুর কর্তৃক ১৪/০৫/২০২৫ তারিখ হাজিগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে ২ জন গ্রেফতার।
বিস্তারিত
অদ্য ১৪/০৫/২০২৫ তারিখ সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাজীগঞ্জ রিফাত জাহান এর নেতৃত্ব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,চাঁদপুর এর সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান, মহোদয় এর সার্বিক দিকনির্দেশনা ও বিভাগীয় পরিদর্শক জনাব মোঃ তাজুল ইসলাম, হাজীগঞ্জনস্থ আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ শাহীন বাবুর নেতৃত্বে ২০ (বিশ) জনের একটি চৌকস টিম এবং হাজীগঞ্জ থানার এ এস আই মোঃ হাবীব ও তার সঙ্গীয় ফোর্স এর সমন্বয়ে একটি মাদক বিরোধী টাস্কফোর্স গঠনপূর্বক হাজিগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামি (১) কাজী শরীফ (৩৪) গ্রেপ্তার, পিতা: মৃত মানিক কাজি,সাং:টোরাগড়, থানা: হাজিগঞ্জ, জেলা: চাঁদপুর ও আসামি (২) মোঃ আবদুল কাদির জিলানী (২৫), প্রেপ্তার পিতা-মৃত জামাল, সাং: টোরাগড়,থানা:হাজিগঞ্জ, জেলা চাঁদপুরদ্বয়ে কে যথাক্রমে ১১(এগারো) পিস ইয়াবা ও মাদকবিক্রয় অর্থ ৪৩,৮১০(তেতাল্লিশ হাজার আটশত দশ টাকা) এবং ৩০ (ত্রিশ) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
অতপর হাজিগঞ্জ থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর টেবিলের ক্রমিক নং ১০(ক)/১৯ (ক)/২৬(১) ধারায় পরিদর্শক জনাব মো:তাজুল ইসলাম বাদী হয়েছে ০১ (একটি) নিয়মিত মামলা দায়ের করেন।