শিরোনাম
ডিএনসি চাঁদপুর কর্তৃক ০৬/০১/২০২৫ তারিখ শাহরাস্তি থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বিস্তারিত
০৬/০১/২০২৫ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিচালক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহোদয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার, শাহরাস্তি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইয়াসির আরাফাত ও পুলিশ লাইন্সের পুলিশ ফোর্সসহ গঠিত টাস্কফোর্স টীম শাহরাস্তি থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ নুরুজ্জামান সুমন (৪৫), পিতা- মোহাম্মদ নুরুল আমিন, সাং- পশ্চিম শ্রীপুর, শাহরাস্তি, চাঁদপুরকে ২০৪(দুইশত চার)পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ইন্সপেক্টর জনাব মোঃ তাজুল ইসলাম ১টি নিয়মিত মামলা দায়ের করেন।