শিরোনাম
ডিএনসি চাঁদপুর কর্তৃক ০৫/০৩/২০২৫ তারিখ চাঁদপুর সদর ও কচুয়া থানা বিভিন্ন এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স ও যৌথ অভিযান পরিচালনা করে ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বিস্তারিত
০৫/০৩/২০২৫ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর উপপরিচালক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক জনাব তাজুল ইসলাম এর নেতৃত্বে গঠিত রেইডিং টিম সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব বাপ্পী দত্ত রনি মহোদয় কর্তৃক গঠিত টাস্কফোর্স হাজিগঞ্জস্থ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জনাব ফারহান সহ তার ২০ জন সেনাসদস্য ও চাঁদপুর পুলিশ লাইনস এর৪ পুলিশ এর টিম কচুয়া থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে শ্রী পরশ চন্দ্র দে নামীয় ১ জন আসামীকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় এবং বর্ণিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় আসামীকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে আইনের সংশ্লিষ্ট ধারায় ২০(বিশ) দিন কারাদণ্ড প্রদান করেন।
একই টাস্কফোর্স টিম কর্তৃক আরেক সফল অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ সোহেল মিয়া (২৮), পিতা: মোঃ দুলাল মিয়া, সাং:কড়ইয়া, উপজেলা: কচুয়া, জেলা: চাঁদপুরকে ১২৩(একশত তেইশ) পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। অতঃপর কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে ১টি নিয়মিত মামলা দায়ের করেন।
একই তারিখে গতরাতে ডিএনসি অন্য একটি চৌকস টিম পরিদর্শক জনাব মোঃ আহসান হাবিব এর নেতৃত্বে ও বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট আবু নাইম মহোদয় এর নেতৃত্বে ২০ জন সেনা সদস্যের টিম যৌথভাবে চাঁদপুর সদর থানার বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শাহাদাত গাজী প্রকাশ জুয়েল(২৯), পিতা: শাহজাহান গাজী, সাং: শ্রীরামপুর বহরিয়া বাজার, থানা: চাঁদপুর সদর , চাঁদপুর, আসামী মোঃ শাহজাহান গাজী(৫৫), পিতা: মৃত হাকিম গাজী, সাং: শ্রীরামপুর বহরিয়া বাজার , থানা: চাঁদপুর সদর , চাঁদপুর ও আসামী পারভেজ গাজী (২২),পিতা: মোঃ শাহজাহান গাজী, সাং: শ্রীরামপুর বহরিয়া বাজার , থানা: চাঁদপুর সদর , চাঁদপুরকে ১(এক) কেজি গাঁজা ও ২০(বিশ) পিস ইয়াবাসহ পিতা-পুত্রদ্বয় কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অতঃপর চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)ও ১৯ (ক) ধারায় পরিদর্শক মোঃ আহসান হাবিব বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।