শিরোনাম
ডিএনসি চাঁদপুর কর্তৃক ০২/১২/২০২৪ তারিখ শাহরাস্তি থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বিস্তারিত
০২/১২/২০২৪ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিচালক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহোদয়ের উদ্যোগে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রেজওয়ানা চৌধুরি মহোদয় এর নেতৃত্বে গঠিত রেইডিং শাহরাস্তি থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি মো: ফয়েজ মৃধা (২৯), পিতা- মৃত দিদার মৃধা, সাং- উত্তর মেহের, শাহরাস্তি, চাঁদপুরকে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ইন্সপেক্টর জনাব মোঃ তাজুল ইসলাম, ইন্সপেক্টর প্রসিকিউশন রিপোর্ট দাখিল করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরি মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
অপর অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রেজওয়ানা চৌধুরি মহোদয় এর নেতৃত্বে গঠিত রেইডিং টিম আসামি মোঃ জসিম হোসেন(৩৩), পিতা-আব্দুর হাকিম প্রকাশ আনু মিয়া, সাং- দলটা উত্তর , ভাটারা, রামগঞ্জ , লক্ষীপুরকে ৯৫ গ্রাম গাঁজাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উক্ত টিম কর্তৃক গ্রেফতার করা হয়। এ বিষয়েও ইন্সপেক্টর জনাব মোঃ তাজুল ইসলাম, ইন্সপেক্টর প্রসিকিউশন রিপোর্ট দাখিল করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
জ্যাকেট পরিহিত আসামীর নাম মো: ফয়েজ মৃধা (২৯) ও টি-শার্ট পরিহিত আসামী হলো মোঃ জসিম হোসেন(৩৩)।
উল্লেখ্য, আজকে ডিএনসি চাঁদপুরের দুটি টীম সদর ও শাহরাস্তি থানা এলাকায় সফল অভিযান করতে সক্ষম হয়েছে।