শিরোনাম
ডিএনসি চাঁদপুর কর্তৃক হাজীগঞ্জ থানাধীন হাজীগঞ্জ চৌরাত্ম সংলগ্ন হাজীগঞ্জ-রামগঞ্জ রোডস্থ পাকা রাস্তার পূর্ব পাশে একটি কুরিয়ার সার্ভিসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০৫ (পাঁচশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
বিস্তারিত
১২/১২/২০২৩ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহোদয়ের সার্বিক তত্বাবধানে এবং পরিদর্শক জনাব সেন্টু রঞ্জন নাথ এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম হাজীগঞ্জ থানাধীন হাজীগঞ্জ চৌরাত্ম সংলগ্ন হাজীগঞ্জ-রামগঞ্জ রোডস্থ পাকা রাস্তার পূর্ব পাশে একটি কুরিয়ার সার্ভিসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১) রিয়াদ (৩৫) গ্রেফতার, সাং-নন্দনপুর, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর। ২) মোঃ সোহেল হোসেন (৩১) গ্রেফতার, সাং-সাতার পাড়া, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষীপুর উভয়কে আটক করে ৫০৫ (পাঁচশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
এ বিষয়ে পরিদশর্ক জনাব সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।