Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ডিএনসি চাঁদপুর কর্তৃক শাহরাস্তি থানাধীন নিজ মেহের এলাকায় মাদক‌বি‌রোধী টাস্কফোর্স অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ০১ জন মাদক সেবিকে ১৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
বিস্তারিত
০৪/১২/২০২৩ তা‌রিখ ১৫.১০ ঘটিকায় শাহরাস্তি উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব রেজওয়ানা চৌধুরী মহোদ‌য়ের নেতৃ‌ত্বে পরিকদর্শ ক জনাব সেন্টু রঞ্জন নাথ মহোদয়ের সার্বিক তত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর, চাঁদপুর ও শাহরাস্তি থানা পুলিশের সমন্ব‌য়ে গ‌ঠিত টাস্কফোর্স টীম শাহরাস্তি থানাধীন নিজ মেহের এলাকায় মাদক‌বি‌রোধী টাস্কফোর্স  অ‌ভিযান প‌রিচালনা ক‌রে  
মো:মিলন মিয়া (৫৫), পিতা-মৃত দলিল মিয়া, মাতা- মৃত খুরশিদা বেগম, সাং-নিজ মেহের (দায়েন উদ্দিন মিয়ার বাড়ী) থানা- শাহরাস্তি, জেলা-চাঁদপুর কে ১৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন।   
এ বিষয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ১০০০/- টাকার অর্থদন্ড ও ৩ মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
04/12/2023
আর্কাইভ তারিখ
04/12/2024