শিরোনাম
ডিএনসি চাঁদপুর কর্তৃক মতলব উত্তর থানাধীন মান্দারতলী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
বিস্তারিত
০৫/১২/২০২৩ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর কর্তৃক আয়োজিত সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহোদয়ের সার্বিক তত্বাবধানে এবং ইন্সপেক্টর জনাব মোঃ তাজুল ইসলাম এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম মতলব উত্তর থানাধীন মান্দারতলী বাজারস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ মাইনুদ্দিন (৪৫) গ্রেফতার, পিতা-মৃত আবদুল মান্নান পাটওয়ারী, মাতা- আমেনা বেগম, সাং-মান্দারতলী বাজার, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর এর দেহ ও দোকানঘর তল্লাশি করে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে ইন্সপেক্টর জনাব মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।