শিরোনাম
ডিএনসি চাঁদপুর কর্তৃক ফরিদগঞ্জ থানাধীন আইটপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে ৩২ (বত্রিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
বিস্তারিত
১৬/০১/২০২৪ তারিখ বিকাল ০৪.০০-০৪.৩০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিচালক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহোদয়ের সার্বিক তত্বাবধানে এবং ইন্সপেক্টর জনাব মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে গঠিত রেইডিং টীম ফরিদগঞ্জ থানাধীন আইটপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি মোঃ রিপন হোসেন (২৮) গ্রেফতার, পিতা-মৃত আবদুল খালেক, মাতা-মৃত রশিদা বেগম সাং-আইটপাড়া, বাগিতা মনার বাড়ি, ০৩নং ওয়ার্ড, ৪নং পশ্চিম সুবিদপুর ইউনিয়ন, থানা-ফরিদগঞ্জ,জেলা-চাঁদপুর-এর দেহ তল্লাশি করে ৩২ (বত্রিশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ইন্সপেক্টর জনাব মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।