শিরোনাম
ডিএনসি চাঁদপুর কর্তৃক চাঁদপুর থানাধীন বিষ্ণুদী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬৫(পঁয়ষট্টি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
বিস্তারিত
০৫/১১/২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ৪.৩০-৫.০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর কর্তৃক আয়োজিত সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহোদয়ের সার্বিক তত্বাবধানে এবং ইন্সপেক্টর জনাব মোঃ তাজুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন বিষ্ণুদী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি ১) মোঃ কিরণ সরদার (২৫), পিতা- মোঃ তাজুল ইসলাম, মাতা- লাইলী বেগম, সাং-বিষ্ণুদী পশ্চিম পাড়া, সরদার বাড়ি, ০৯নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুরের দেহ তল্লাশি করে ৬৫(পঁয়ষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে ইন্সপেক্টর জনাব মোঃ তাজুল ইসলাম মহোদয় বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।