শিরোনাম
অদ্য ৩০/০৬/২০২৫ ডিএনসি চাঁদপুরের যৌথবাহিনীর অভিযানে চাঁদপুর সদর থানায় ১৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিস্তারিত
৩০/০৬/২০২৫ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান মহোদয় এর সার্বিক দিকনির্দেশনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক জনাব মোঃ তাজুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুর ক্যাম্পে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: মনিরুল ইসলাম মহোদয় সহ ২০ জন সেনাসদস্য সমন্বয়ে গঠিত রেইডিং টিম চাঁদপুর জেলাধীন চাদপুর সদর থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীর নাম ও ঠিকানাঃ হারুনুর রশিদ পাটওয়ারী (৪২) মোন্ডার,পিতা- আলী আহমদ পাটওয়ারী, বর্তমান সাং-জয়বাংলা রোড, বিটি রোড, ওয়ার্ড নং-১৫, চাঁদপুর পৌরসভা থানা- চাঁদপুর সদর মডেল, জেলা- চাঁদপুর।
স্থায়ী সাং-দক্ষিণ কেরোয়া, ওয়ার্ড নং-০২, ইউ.পি-দক্ষিণ কেরোয়া,থানা- রায়পুর, জেলা- লক্ষীপুর।
জব্দকৃত আলামত। ০১। একটি পলি জিপারে মিথাইল অ্যামফিটামিনযুক্ত মাদকদ্রব্য ইয়াবা ১৯৫ (একশত পঁচানব্বই) পিস, প্রতি পিস ১০০ এমজি করে ১৯৫×১০০=১৯,৫০০ এম.জি বা ১৯.৫ গ্রাম।
অতঃপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর টেবিলের ক্রমিক নং ১০(ক)/১৯(ক) ধারায় পরিদর্শক জনাব মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর সদর থানায় ০১ (একটি) নিয়মিত মামলা দায়ের করেন।