শিরোনাম
অদ্য ২৮/০৫/২০২৫ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর কর্তৃক চাঁদপুর সরকারি কলেজে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়।
বিস্তারিত
অদ্য ২৮/০৫/২০২৫ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর কর্তৃক আয়োজিত মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
চাঁদপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এ. কে. এম. আব্দুল মাননান, অধ্যক্ষ, চাঁদপুর সরকারি কলেজ, বিশেষ অতিথি: জনাব শেখ মো. খলিলুর রহমান এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর এর সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপদের মধ্যে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয় । এ ছাড়াও উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মানবদেহে মাদকের ক্ষতিকর শ্লোগান সম্বলিত থ্রিডি স্কেল, কলম, লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রফেসর এ. কে. এম. আব্দুল মাননান মহোদয়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয় এবং প্রধান অতিথি উপস্থিত সকল শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।