শিরোনাম
অদ্য ২৪/০৬/২০২৫ তারিখ চাঁদপুর সদর উপজেলায় মাদকবিরোধী_অভিযান ০১ জন গ্রেপ্তার।
বিস্তারিত
অদ্য ২৪/০৬/২০২৫ তারিখ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাজমুস শাহাদাত ফাহিম মহোদয় এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সহকারী পরিচালক জনাব মু: মিজানুর রহমান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর পরিদর্শক জনাব তাজুল ইসলাম এর সমন্বয়ে গঠিত রেইডিং টিম চাঁদপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ মোঃ মাহিন (২৩) পিতা মালেক বেপারি , সাং-বিটি রোড, ষোলঘর, চাঁদপুর সদর, চাঁদপুরকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পরিদর্শক জনাব তাজুল ইসলাম, প্রসিকিউশন রিপোর্ট দাখিল করলে বর্নিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ০৩ (তিন) দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।