মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর 'ক' সার্কেল।
১) ঘটনার তারিখ- ২২/০৭/২০২৫খ্রী:।
২) ঘটনার সময়- সকাল-০৭:৩০ ঘটিকা।
৩) ঘটনাস্থল-চাঁদপুর সদর থানাধীন ব্যাংক কলোনি বিষ্ণুদি হোল্ডিং নং ৪৩০ বাইতুল উম্মি তিন তলা বিল্ডিং এর নিচ তলার উত্তর পাশের আসামি মোঃসাইফুল ইসলাম রিজন(৩৮) এর ভাড়াকৃত ইউনিট।
৪) বিষয়- মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা ।
৫) ঘটনার সংক্ষিপ্ত বিবরণ- ১)পলি জিপার প্যাকেটে এ্যামিফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ৪০(চল্লিশ ) পিস৷
২) একটি লাল রঙের টিস্যু কাপড়ের ব্যাগের ভিতর পলিথিনের মোড়ানো লুজ গাঁজা ১৫০(একশত পঞ্চাশ) গ্রাম।
৬) আটককৃত ব্যক্তির পরিচয়-
মো: সাইফুল ইসলাম রিজন(৩৮)
পিতা- মোঃ আবুল কাশেম ,মাতা- রোমেলা আফরোজ রিনা ,
স্থায়ী সাং-আলগিবাজার (কালা চৌকিদার মোড়) মেজি বাড়ি, চারবংশী ইউপি, থানা- হাইমচর, জেলা- চাঁদপুর।
বর্তমান সাং- বাইতুল উম্মি হোল্ডিং নং ৪৩০ তিন বিল্ডিং এর নিচ তলার উত্তর পাশের ইউনিট ব্যাংক কলোনি বিষ্ণুদী, (সেলিম আহাম্মদ এর বাড়ির ভাড়াটিয়া ), ওয়ার্ড নং-১৫,চাঁদপুর পৌরসভা, থানা-চাঁদপুর সদর, জেলা-চাদপুর
৭) গৃহীত আইনগত ব্যবস্থা:-
চাঁদপুর থানার মামলা নং- (মামলা রুজু প্রক্রিয়া চলমান) তারিখ:২২/০৭/২৫খ্রি:
বাদী: মো: আহসান হাবীব, পরিদর্শক 'ক' সার্কেল।
বি:দ্র: আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়া চলমান রয়েছে।