১৭/০৬/২০২৫ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান মহোদয় এর সার্বিক দিকনির্দেশনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক জনাব মোঃ আহসান হাবীব ও বাংলাদেশ সেনাবাহিনী সিনিয়র ওয়ান্টে অফিসার মোঃ জিয়াউর রহমান মহোদয় সহ ২০ জন সেনা সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম চাঁদপুর সদর থানাধীন বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে
আসামীদের নাম ও ঠিকানা: ১। মোঃ হাবিবুর রহমান পাটোয়ারী প্রকাশ তাফসান (২৫) গ্রেফতার, পিতা- মোঃ আজিজ পটোয়ারী, মাতা- নাজমা বেগম,স্থায়ী সাং- দক্ষিণ জিটি রোড (পাটোয়ারী বাড়ী), ওয়ার্ড নং- ১২, চাঁদপুর পৌরসভা, থানা-চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর।
২। মোঃ ফরহাদ মিজি (২৪) গ্রেফতার, পিতা- মোঃ রফিক মিজ, মাতা- ফরিদা বেগম,স্থায়ী সাং- দক্ষিণ জিটি রোড (মিজি বাড়ী), ওয়ার্ড নং- ১২, চাঁদপুর পৌরসভা, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।বর্তমান ঠিকানা- বাস টান্ড, বিদুলী মাদ্রাসা রোজ তাজমহল মনোয়ারা ম্যানশন এর ভাড়াটিয়া), ওয়ার্ড নং-১২.চাঁদপুর পৌরসভা, থানা-চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর।
জব্দকৃত আলামত:
১। একটি সাদা পলি স্লিপার প্যাকেটের ভিতর অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ১০০ (একশত) পিস,মোট ওজন ১০ (দশ) গ্রাম।
২। একটি সাদা পলি জিপার প্যাকেটের ভিতর অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ১০০ (একশত) পিস,
মোট ওজন ১০ (দশ) গ্রাম সর্ব মোট আলামত- (১০০+১০০) = ২০০ (দুইশত) পিস, মোট ওজন ২০ (বিশ) গ্রাম।
অতঃপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারণি ১০(ক) ধারায় জনাব পরিদর্শক জনাব মোঃ আহসান হাবীব বাদী হয়ে চাঁদপুর সদর থানায় ০১ (একটি) নিয়মিত মামলা দায়ের করেন।