শিরোনাম
অদ্য ১৫/০৬/২০২৫ ডিএনসি চাঁদপুরের মাদকবিরোধী অভিযানে চাঁদপুর সদর থানায় ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বিস্তারিত
অদ্য ১৫/০৬/২০২৫ তারিখ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: রহমত উল্লাহ মহোদয় এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সহকারী পরিচালক জনাব মু: মিজানুর রহমান মহোদয়র সার্বিক দিকনির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর পরিদর্শক জনাব তাজুল ইসলাম এর সমন্বয়ে গঠিত রেইডিং টিম চাঁদপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী মো: নেয়ামত গাজী (২৮), পিতা: শুক্কর গাজী সাং: স্বর্নখোলা রোড, চাঁদপুর সদর, চাঁদপুরকে ইয়াবাসেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পরিদর্শক জনাব তাজুল ইসলাম, প্রসিকিউশন রিপোর্ট দাখিল করলে বর্নিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ১(এক) মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।