শিরোনাম
অদ্য ১৩/০৬/২০২৫ ডিএনসি চাঁদপুরের যৌথবাহিনীর অভিযানে শাহরাস্তি থানায় ২ জন মাদক ব্যবসায়ী ও মাদক বিক্রিত ১০,৫০০ টাকাসহ গ্রেফতার।
বিস্তারিত
১৩/০৬/২০২৫ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান মহোদয় এর সার্বিক দিকনির্দেশনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক জনাব তাজুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনী হাজীগঞ্জস্থ সেনা ক্যাম্পের Lieutenant জনাব মানজুর রহমান মহোদয় সহ ২০ জন সেনা সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম চাঁদপুর জেলার শাহরাস্তি থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে
আসামীদের নাম ও ঠিকানা:
১।মোঃ মোস্তফা (৬২) গ্রেফতার পিতা- মৃত মমতাজ উদ্দিন , সাং-সেনগাও ১০নং ওয়ার্ড, থানা-শাহরাস্তি , জেলা-চাঁদপুর।
২।মোঃ জাকির হোসেন (৩৫)
পিতা-মৃত আবুল কাশেম
সাং--সেনগাও ১০নং ওয়ার্ড, থানা-শাহরাস্তি , জেলা-চাঁদপুর।
জব্দকৃত আলামত: ১)একটি পলিথিনে মিথাইল এম্ফিটামিনযুক্ত ইয়াবা ০৮ পিস।
০২। অন্য একটি পলিথিনে গাঁজা ৭০ গ্রাম।
০৩। একই পলিথিনের মাদক বিক্রির টাকা ১০,৫০০ টাকা
০৪। অন্য একটি পলিথিনে গাঁজা ১০ গ্রাম।
অতঃপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর টেবিলের ক্রমিক নং ১০(ক)/ ১৯(ক)/২৬(১)। ধারায় জনাব পরিদর্শক তাজুল ইসলাম বাদী হয়ে শাহরাস্তি থানায় নিয়মিত মামলা দায়ের করেন।