অদ্য ০৯/০৭/২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,চাঁদপুর।
১) ঘটনার তারিখ- ০৯ /০৭/২০২৫খ্রী:।
২) ঘটনার সময়- সকাল ০৯:০০ ঘটিকা।
৩) ঘটনাস্থল-চাঁদপুর সদর থানাধীন অফিসার্স কোয়ার্টার পরিত্যক্ত বিল্ডিং
৪) বিষয়- মাদকদ্রব্য উদ্ধার মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ।
৫) ঘটনার সংক্ষিপ্ত বিবরণ- কাগজে মোড়ানো গাজা ০২ গ্রাম এবং মাদক সেবনের সরঞ্জাম৷
৬) আটককৃত ব্যক্তির পরিচয়-
মো: সজিব তফাদার(২৪),পিতা- আ: লতীফ তফাদার,মাতা- মনোয়ারা বেগম, সাং- পশ্চিম গোবিন্দপুর,(তফাদার বাড়ি),থানা-ফরিদগঞ্জ, জেলা-চাদপুর
৭) গৃহীত আইনগত ব্যবস্থা:-
মোবাইল কোর্ট মামলা নং-২৬/২০২৫৷ তারিখ:০৯/০৭/২৫খ্রি:
মোবাইল কোর্ট প্রসিকিউসন দায়ের করেন উপ-পরিদর্শক মো: তরিকুল ইসলাম মহোদয়৷
০৮৷ বিজ্ঞ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আনিসুর রহমান এনডিসি মহোদয় আসামীকে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০/- অর্থদণ্ড প্রদান করেন৷